in

Dating : সেদিন কোথায় ছিলে

h2>Dating : সেদিন কোথায় ছিলে

art by Wild Iris
Samnan Rahee

তখন কোথায় ছিলে সেনোরিতা?
যখন প্রেম ছিল অফুরান
ক্ষতবিক্ষত জরাগ্রস্ত ছিলনা হৃদয়
তখন কোথায় ছিলে প্রিয়তমা আমার?
ষোলতম বসন্তের চাঁদঢালা রাতে
যখন টগবগে আবেগ ছিল
যেদিন পুড়েছিলাম ভুল আগুনে
অথবা যেদিন বৃষ্টি ছিল
সেদিন কোথায় ছিলে?
সেদিন কোথায় ছিলে বৃষ্টিতে
কার চুম্বন ছিল অধরে?
কোন শাড়ি পরেছিলে সেদিন?
বর্তমান আঁকালের অবেলায়
কড়া যে নেড়েছ দরজায়,
এই অনাহার অপঘাতের দিনে
কিইবা দিতে পারি তোমায়?
এখন মগজজুড়ে ক্ষয়, সত্ত্বার গভীরে ভয়
অস্তিত্বের শিরায় শিরায় বিষের তীব্র দহন।
সময়ের কালশিটে পড়া ক্লান্ত আত্নার গহীনে
যে তীব্র মৃত্যুক্ষুধা তার বিদঘুটে স্বাদ মাখা
কিছু চুম্বন দিতে পারি যদি এত করেই চাও
অথবা ঘুণে খাওয়া আবেগের ছিটেফোঁটা,
কিংবা আকাশের মত বিষাদ-নীল কবিতা।
যখন কবিতা ছিল পাখির মতো স্বাধীন
যখন দুপুর-রোঁদেও পৃথিবী পেরিয়ে
আলতো ছোঁয়া পাবার মত তীব্র প্রেম ছিল,
সেদিন কোথায় ছিলে প্রিয়তমা?

What do you think?

Laisser un commentaire

Votre adresse e-mail ne sera pas publiée. Les champs obligatoires sont indiqués avec *

Dating : Is it any better in other countries or is it like this worldwide?

POF : Deleted my POF app today because of the spam